thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

জামালপুরে দলিল লেখকের লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ৩০ ১৪:৫০:৩৭
জামালপুরে দলিল লেখকের লাশ উদ্ধার

জামালপুর সংবাদদাতা : জামালপুরে হাত পা বাধা অবস্থায় ওয়াজেদ আলী (৩৫) নামে এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ওয়াজেদ সদরের লক্ষ্মীচর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামের ইছাহাক আলী মুন্সীর ছেলে।

তার ছোট ভাই সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টার দিকে বড় ভাই ওয়াজেদের বাড়ি থেকে তার কর্মস্থল জেলা সাবরেজিস্ট্রি অফিসে যায়। এরপর থেকে ওয়াজেদের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতভর খোঁজাখুঁজি করেও ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি।

পরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি গম ক্ষেতের পাশে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এলাকাবাসী ও পুলিশের ধারণা দুর্বৃত্তরা অপহরণের পর বুধবার রাতে তাকে হত্যা করে ফেলে গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/আরকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর