thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি শুক্রবার

২০১৬ জানুয়ারি ১৪ ২২:৪৩:১০
রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি শুক্রবার

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস ফোরামের আয়োজনে শুক্রবার দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী আয়োজন করতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে গোটা গ্রাম উৎসবের আমেজে সাজসাজ রব দেখা যাচ্ছে।

১৫ জানুয়ারি এলএম পাইলট খেলার মাঠে এ অনুষ্ঠানে এক্স-স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন লক্ষ্মীপুর জেলা প্রসাশক মো. জিল্লুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, মেয়র এবিএম জিলানী, আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, নবনির্বাচিত মেয়র মো. ইসমাইল খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন, এক্স-স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা রোটারিয়ান মো. রফিকুল হায়দার চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান, প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠানমালায় উদ্বোধনী আয়োজন ছাড়াও থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, শতবর্ষ তোরণ উদ্বোধন, প্রধান শিক্ষক আলী আজগর স্মৃতিভবন নামফলক উন্মোচন, শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৯১১ সালে তৎকালীন জমিদার গজনফর আলী চৌধুরীসহ কয়েকজনের অনুপ্রেরণায় রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে ৩ একর ৮৬ শতাংশ জমিতে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১১ শত বছর অতিক্রম করে। বর্তমানে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিতে ২২ জন শিক্ষক-কর্মচারী কর্মরতসহ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৯০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এনআই/জানুয়ারি ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর