thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রামে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৩

২০১৬ জানুয়ারি ১৬ ১৩:২৩:১৪
চট্টগ্রামে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইটভাটার এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জামাল, সানি ও পরাণ নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ৪টি মোবাইল জব্দ করা হয়।

নিহতের নাম নূর মোহাম্মদ নূরু (৩০)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গলাচিপা গ্রামের কবির আহমদ পাড়ার মনু মিয়ার ছেলে। তিনি বিএনবি ইট ভাটায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে নৈশপ্রহরী নূরুকে ডেকে নিয়ে হত্যা করেছে আটক ৩ জন। তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। শনিবার সকালে এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। আটক তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজে যাওয়ার সময় কয়েকজন লোক এসে নূরুকে ডেকে নিয়ে যায়। পরিবারের সবাই জানতেন নূরু তার ইটভাটায় গেছেন। পরদিন শুক্রবার সকালে কাজ শেষে বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজ নিতে যায় ইটভাটায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন নূরু আগের রাতে কাজে আসেনি।

এ ব্যাপারে নূরুর সঙ্গে সার্বক্ষণিক চলাফেরা করা জামাল, সানি ও পরাণকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা সন্দেহ হয়। এতে এলাকার লোকজন তাদের পিটুনী দিলে তারা নূরুকে হত্যার কথা স্বীকার করেন।

(দ্য রিপোর্ট/এসবি/এইচ/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর