thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

ভোলায় জেলেদের ওপর কোস্টগার্ড-পুলিশের গুলিবর্ষণ

২০১৪ জানুয়ারি ৩০ ১৬:৪৫:০২
ভোলায় জেলেদের ওপর কোস্টগার্ড-পুলিশের গুলিবর্ষণ

ভোলা সংবাদদাদাতা : জেলা সদরের ইলিশা বিশ্বরোড এলাকায় কারেন্ট জাল আটকের ঘটনাকে কেন্দ্র করে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে জেলেদের ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা প্রায় অর্ধশত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ দ্য রিপোর্টকে জানান, বুধবার রাত সাড়ে বারটার দিকে জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৪৬ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পেটি অফিসার কলিমুল্লাহ দ্য রিপোর্টকে জানান, জেলেরা জাল ছিনতাইয়ের চেষ্টা করলে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা ৪৬ রাউন্ড গুলি চালায়। তবে এতে কেউ আহত হয়নি।

পুলিশ ও কোস্টগার্ড সূত্রে জানায়, বুধবার পুলিশ ও কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে। আটক করা জাল ইলিশা ঘাটে নিয়ে আসলে জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জেলেরা। এক পর্যায়ে জেলেরা পুলিশ ও কোস্টগার্ডকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

(দ্য রিপোর্ট/জেএস/এমএইচও/এসবি/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর