thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আহমাদিনেজাদের মতো দেখতে হওয়ায়....

২০১৪ জানুয়ারি ৩০ ১৬:৪৪:১৩
আহমাদিনেজাদের মতো দেখতে হওয়ায়....

দ্য রিপোর্ট ডেস্ক : ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মতো দেখতে হওয়ায় আট বছরের জন্য চলচ্চিত্রে নিষিদ্ধ ছিলেন দেশটির সুপরিচিত অভিনেতা মাহমুদ বাসিরি।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (এইএসএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

৬৬ বছর বয়সী এই অভিনেতা কমিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের চেয়ে বয়সে প্রায় ১০ বছরের বড় বাসিরি। তিনি জানান, ২০০৫ সালে আহমাদিনেজাদ প্রথম দফায় নির্বাচনে জেতার পর সংসদ সদস্যরাই ফোন করে তাকে অভিনয়ে নিষিদ্ধ হওয়ার বিষয়টি জানান।

প্রথমে অবশ্য বাসিরি এ কথা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তবে পরবর্তীতে গুজবই সত্যি হয়েছে।

নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে কয়েকজন ছাড়া কেউ মাথা ঘামাননি বলে অভিযোগ করেন বাসিরি। এমনকি নিষিদ্ধ হওয়ার পর তার অভিনীত টেলিভিশন সিরিয়ালের ভিডিও ক্লিপও সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নির্মিতব্য এক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। ওই চলচ্চিত্রে আহমাদিনেজাদের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাকে।

তবে সাবেক প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করতে চান না বাসিরি। আহমাদিনেজাদ অনুমতি দিলেই তার চরিত্রে অভিনয় করবেন বলে জানান এই অভিনেতা। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এএইচ/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর