thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হাটহাজারীতে টেন্ডার নিয়ে সংঘর্ষে আহত ৩

২০১৬ জানুয়ারি ১৮ ২০:৫৪:৪৫
হাটহাজারীতে টেন্ডার নিয়ে সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের সাড়ে ৩ লাখ টাকার টেন্ডার ভাগিয়ে নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে। হাটহাজারী উপজেলা পরিষদের সামনে সোমবার দুপুর পৌনে একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত তিনজনের খবর পাওয়া গেলেও দু’জনের নাম জানা গেছে। তারা হলেন— তুহিন আহমেদ (২৫) ও আক্তার হোসেন মামুন (২৮)।

পুলিশ দু’গ্রুপকে সরিয়ে দিলেও এখনো দু’পক্ষ উপজেলা পরিষদের সামনে কিছুটা দূরত্বে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছে। সংর্ঘষের পর উপজেলা প্রশাসন টেন্ডার প্রক্রিয়া স্থগিত করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলা পরিষদে ৩ কোটি ২০ লাখ টাকার একটি টেন্ডার জমাদানকে কেন্দ্র করে দুপুরে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নোমান গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হলে এলাকায় আতঙ্ক শুরু হয়। এ সময় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা দু’পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে ও পরে টেন্ডার প্রক্রিয়া স্থগিত করে দেয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দু’পক্ষকে সরিয়ে দিয়েছি। বড় কিছু হয়নি।’

উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মোহাম্মদ নোমান বলেন, ‘আমার প্রতিষ্ঠান তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। আমার লোকজন ৩ লাখ ২০ হাজার টাকার টেন্ডার জমা দিতে গেলে সন্ত্রাসীরা হামলা করে।’

(দ্য রিপোর্ট/জেএস/এপি/সা/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর