thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বান্দরবানে ৮০ জনের বিরুদ্ধে মামলা

২০১৪ জানুয়ারি ৩০ ১৯:৫৩:০০
বান্দরবানে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি : কালো পতাকা মিছিল নিয়ে বান্দরবানে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সদর থানার এসআই মিজানুর রহমান সরকার পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বাদী হয়ে ওই মামলা করেন। বৃহস্পতিবার মামলায় গ্রেফতার হওয়া তিনজনকে আদালতের নির্দেশে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন- মোহাম্মদ দেলোয়ার, হেলাল উদ্দিন ও মোহাম্মদ রাসেল।

এর আগে, সকালে গ্রেফতার হওয়া পাঁচজনকে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজির করা হলে আদালত উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে দু’জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ছাত্র আরিফ উদ্দিন পারভেজ ও মোহাম্মদ মোর্শেদ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ এবং কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, আবু মূছা, বেলাল, মো. আলীসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে দু’জনকে জামিন দিয়েছে আদালত। তিনজনকে জেলে পাঠানো হয়েছে। ওই মামলায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কোনো উস্কানি ছাড়াই পুলিশ বুধবারের কেন্দ্রীয় কর্মসূচি পালনে বাধা দেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের মিথ্যা মামলায় নেতাকর্মীদের জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে।

আগামী উপজেলা নির্বাচনী প্রার্থী হওয়ার ঘোষণায় ক্ষমতাসীন দলের চাপেই পুলিশ এই ঘটনা ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

গত বুধবার ৫ জানুয়ারির নির্বাচন ও সংসদ অধিবেশন বাতিলের দাবিতে বান্দরবানে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেয়। পরে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দু’পক্ষের সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নেত্রী মাম্যাচিংসহ ১৫ জন আহত হয়।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর