thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দলে ষড়যন্ত্র চলছে : বাবলু

২০১৬ জানুয়ারি ২২ ১৫:৪৮:০৮
দলে ষড়যন্ত্র চলছে : বাবলু

চট্টগ্রাম অফিস : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে বাদ পড়াকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে ষড়যন্ত্র চলছে। কিন্তু এ ষড়যন্ত্র সফল হবে না। শিগগিরই দলের চলমান এ সংকট কাটিয়ে জাতীয় পার্টি আগামী দিনের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।’

দলীয় পদ হারিয়ে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রাম আসলে শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাবলু।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংদীয় কমিটির সদস্য, ওয়ার্কিং কমিটির সদস্য, প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ও জেলা কমিটিসহ দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।’

তিনি বলেন, ‘বর্তমানে যে সংকট তৈরি হয়েছে সেটি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাটিয়ে উঠব। আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি এক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রাখবে।’

সরকার পরিবর্তনের ইস্যুতে বাবলু বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকারের পরিবর্তন হোক। একটি নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে সেটি দেশের মানুষের যেমন প্রত্যাশা আমরাও সেটি চাই। নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত হোক। এখন সেটি মানুষের মূল দাবি।’

এ সময় বিমানবন্দরে তার সঙ্গে দলের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুরে এক কর্মীসভায় রবিবার এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করে পাশাপাশি পাটির কাউন্সিলের জন্য জি এম কাদেরকে আহ্বায়ক ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা দেন। এরপর সোমবার রাতে রওশন এরশাদপন্থী দলের বেশ কয়েকজন প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে বৈঠক করে দলের চেয়ারম্যান এরশাদের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এর পরদিন মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে মহাসচিবের পদ থেকে বাবলু অব্যাহতি দিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদারকে পুনরায় দায়িত্ব দেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

(দ্য রিপোর্ট/জেএস/এনডিএস/এইচ/জানুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর