thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘গ্যাস সঙ্কট নিরসন না হলে হরতাল-অবরোধ’

২০১৬ জানুয়ারি ২৩ ২০:১৭:৫৭
‘গ্যাস সঙ্কট নিরসন না হলে হরতাল-অবরোধ’

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে গ্যাস সঙ্কট নিরসন করা না হলে হরতাল-অবরোধের মতো লাগাতার কর্মসূচি দেওয়া বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম বিএনপি নেতারা।

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার দাবিতে শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

নগরীর নুর মোহাম্মদ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রোজী কবির বলেন, ‘চট্টগ্রাম শহরের বাসাবাড়িতে চুলা জ্বলছে না, গ্যাসের জন্য হাহাকার চলছে নগরবাসীর মধ্যে। এ সঙ্কট নিরসন না হলে চট্টগ্রামের নারী-পুরুষ সবাই মিলে রাস্তায় নেমে আসার সময় হয়েছে।’

তিনি চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম থেকে গ্যাস সরবরাহের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের কথা বলে চট্টগ্রামবাসীর সাথে প্রতারণা করেছেন। চট্টগ্রামবাসীকে উন্নয়নের অন্ধকারে রেখে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত করছেন। সরকার বার বার গ্যাসের মূল্য বৃদ্ধি করছেন, কিন্তু চট্টগ্রামে চাহিদামাফিক গ্যাস সরবরাহ না করে গ্যাস সঙ্কট সৃষ্টি করা হয়েছে।’

তিনি আরও বলেন, দেশজুড়ে গ্যাসের চাহিদা রয়েছে ২৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চট্টগ্রামে চাহিদা রয়েছে মিলিয়ন ৪৫০-৫০০ থেকে ঘনফুট। অথচ সরবরাহ করা হচ্ছে মিলিয়ন ২৩০-২৫০ ঘনফুট। এখন সেটুকুও সরবরাহ করা হচ্ছে না। অথচ কুমিল্লায় ৩৭০ মিলিয়ন ঘনফুট, সিলেটে ২৬০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করা না হওয়ায় ফলে শিল্পনগরী চট্টগ্রামের অনেকে শিল্প-কারখানা বন্ধ হওয়ার পথে।’

সরকার চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করছে— এমন দাবি করে গ্যাস সঙ্কটের কারণে সরকারকে দায়ী করে শাহদাত বলেন, ‘এই থেকে বোঝা যায়, সরকার চট্টগ্রামের উন্নয়নের প্রতি কতটুকু আন্তরিক। চট্টগ্রামের উন্নয়নের নামে যে হরিলুট চলছে এই লুটপাটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/সা/জানুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর