thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

লোকসভা নির্বাচনে সাড়ে তিনশ’র বেশি প্রার্থী এএপি’র

২০১৪ জানুয়ারি ৩০ ২২:৫৫:২৯
লোকসভা নির্বাচনে সাড়ে তিনশ’র বেশি প্রার্থী এএপি’র

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের আগামী লোকসভা নির্বাচনে ৩৫০টিরও বেশি আসনে প্রার্থী দেবে আম আদমি পার্টি (এএপি)। দলটির জ্যেষ্ঠ নেতা ও রাজনীতি সংক্রান্ত কমিটির সদস্য সঞ্জয় সিং বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

রাজনৈতিক নেতারা অপরাধ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় দলটি তাদের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

সঞ্জয় সিং জানান, ১৬২ জন সংসদ সদস্যর বিরুদ্ধে অপরাধ আইনে মামলা রয়েছে। ৭৩ জন সংসদ সদস্য ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

এর আগে দলটি তাদের সমর্থক বাড়াতে দেশব্যাপী রেজিস্ট্রেশন কর্মসূচি গ্রহণ করে। এ পর্যন্ত ওয়েবসাইটে প্রায় এক কোটি লোক রেজিস্ট্রেশন করেছে বলে এএপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসন রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ও বিজেপি প্রত্যেকটিতেই তাদের প্রার্থী দেবে। এ ক্ষেত্রে মে’তে অনুষ্ঠেয় ওই নির্বাচনে এএপি’কে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর