thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সিন্দুকভর্তি স্বর্ণ, টাকা

২০১৬ জানুয়ারি ২৬ ১০:০৫:২০
চট্টগ্রামে সিন্দুকভর্তি স্বর্ণ, টাকা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রিয়াউজদ্দিন বাজারের একটি মার্কেটের ৬তলায় অভিযান চালিয়ে স্বর্ণ বার ও টাকাভর্তি তিনটি সিন্দুক জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিন্দুক তিনটি থানায় নিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার রাত ১টার দিকে খোলা হয়। এর মধ্যে দুটি সিন্দুক থেকে উদ্ধার করা হয় প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার ও নগদ ৬০ লাখ টাকা। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

সিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আকতার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, অনেক চেষ্টার পর তিনটি সিন্দুক খুলে দুটিতে স্বর্ণ ও নগদ টাকা পাওয়া গেলেও একটিতে কিছু পাওয়া যায়নি।

তিনি জানান, এর আগে সোমবার সন্ধ্যার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ৬ষ্ঠ তলায় অবস্থিত একটি জুতার গুদামে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশ পুরো এলাকাটি ঘেরাও করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের উপস্থিতিতে ৪ নম্বর রুমের দরজা ভেঙে প্রবেশ করে ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। বিভিন্ন জুতাভর্তি বস্তার নিচ থেকে দুটি সিন্দুক এবং পাশের ৮ নম্বর রুম থেকে উদ্ধার করা হয় আরও একটি সিন্দুক। অত্যন্ত ভারী সিন্দুক তিনটি খোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন গোয়েন্দা কর্মকর্তারা। পরে রাতে ৩টি সিন্দুক নিয়ে যাওয়া হয় সিএমপির কোতয়ালি থানায়। সেখানে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়ে তালাচাবি বানানোর মিস্ত্রির মাধ্যমে সিন্দুক তিনটি খোলার পর এ সব স্বর্ণের বার ও নগদ টাকা পাওয়া যায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ ভরি করে মোট ১২০টি বার পাওয়া গেছে। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি টাকা। এ ছাড়া ১ হাজার টাকা নোটের ১০০টি বান্ডিলে পাওয়া গেছে ৬০ লাখ টাকা।

ডিবি কর্মকর্তা বাবুল আক্তার জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন বৃহত্তর সোনা চোরাচালানকারী চক্র এখানে স্বর্ণ মজুদ করে রেখেছে। এ তথ্য নিশ্চিত হয়েই তারা অভিযান চালায়। আবু আহমেদ নামে একজন ৪ নম্বর রুমে ভাড়া থাকতেন। ধারণা করা হচ্ছে, এ আবু আহমেদ চোরাচালান চক্রের একজন। তার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তবে এ মুহূর্তে কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনডিএস/এনআই/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর