thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জামিন পেলেন চট্টগ্রামের অভিযুক্ত দুই চিকিৎসক

২০১৬ জানুয়ারি ২৬ ২১:৩২:৪৫
জামিন পেলেন চট্টগ্রামের অভিযুক্ত দুই চিকিৎসক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ভুল চিকিৎসা ও অবহেলায় মন্ত্রীর ভাতিজির মৃত্যু ঘটনায় দায়েরকৃত মামলায় ‘অভিযুক্ত’ চিকিৎসক দম্পতি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম ও তার স্ত্রী শামীমা রোজী মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে উপস্থিত হয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত আইনজীবীর জিম্মায় দুজনকে জামিন দেন।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই চিকিৎসককে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় আইনজীবীদের জিম্মায় জামিন মঞ্জুর করেছেন। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে না আসা পর্যন্ত তাদের জামিন আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত।

উল্লেখ্য, ৯ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাই খাইরুল বাশারের সন্তানসম্ভবা মেয়ে মেহেরুন্নেছা রিমা নগরীর পাঁচলাইশ এলাকার সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের ডা. মাহবুবুল আলম ও ডা. শামীমা রোজীর তত্ত্বাবধানে মেহেরুন্নেছা পরদিন সকালে অপারেশনের মাধ্যমে তার মেয়ে একটি কন্যাসন্তান প্রসব করেন। অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুনরায় অপারেশনের কথা জানান ডাক্তার দম্পতি। কিন্তু সেদিন বিকেলে হাসপাতাল থেকে জানানো হয়, রিমার মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনরা সেদিন ক্লিনিকটিতে ভাঙচুর চালায়।

অপারেশনে ‘গাফিলতি’র অভিযোগ এনে মন্ত্রীর ভাই খায়রুল বাশার বাদী হয়ে ১৯ জানুয়ারি দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে পাঁচলাইশ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

চিকিৎসকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে চিকিৎসকদের সংগঠন বিএমএ নগরীতে বেসরকারি ক্লিনিকগুলোতে ৪ দিন ধর্মঘট পালন করে এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখেন। পরে সিটি মেয়রের উদ্যোগে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করেন চিকিৎসকরা।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এনআই/জানুয়ারি ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর