thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বঙ্গবন্ধুর ভাষণ বিকৃত করে প্রচারণার অভিযোগে শিবিরকর্মী গ্রেফতার

২০১৬ জানুয়ারি ২৮ ০১:৫৮:১৬
বঙ্গবন্ধুর ভাষণ বিকৃত করে প্রচারণার অভিযোগে শিবিরকর্মী গ্রেফতার

চট্টগ্রাম অফিস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ মন্ত্রীদের বক্তব্য ও ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

মো. এনামুল হক মঞ্জু (২৮) নামের এ শিবিরকর্মীকে সোমবার দুপুর ২টার দিকে নগরীর আন্দর কিল্লার নিজস্ব প্রিন্টিং প্রেস থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। পরে বুধবার বিকালে তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে পুলিশ।

গ্রেফতারকৃত এনামুল হক লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মালিপাড়া এলাকার আহমদ হোসেনের পুত্র। তিনি নগরীর আন্দরকিল্লার জিয়া ভবনে (ইউনিট-২) আধুনিক প্রিন্টার্স নামে ভাড়ায় একটি প্রেস চালান।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর দক্ষিণ) বাবুল আক্তার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শিবিরকর্মী এনামুলকে ফেসবুকে আপত্তিকর ছবি ও মন্তব্য পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সে এ সব পোস্ট আপলোড দিয়ে প্রকাশ্যে মোবাইলের মাধ্যমে জনসম্মুখে প্রদর্শন করছিল। খবর পেয়ে আমাদের টিম গিয়ে তাকে গ্রেফতার করে।’

বাবুল আক্তার জানান, তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বঙ্গবন্ধুকে ‘বিকৃত’ করে ছবি পোস্ট করা হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘বিকৃত’ করে লেখা হয়েছে।

এনামুলের বিরুদ্ধে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক স্বপন কুমার বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

(দ্য রিপোর্ট/ জেএস/এইউএ/সা/জানুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর