thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

বাতিল কম্পিউটার থেকে গহনা!

২০১৪ জানুয়ারি ৩১ ১৫:৪৭:৫৬
বাতিল কম্পিউটার থেকে গহনা!

দ্য রিপোর্ট ডেস্ক : কম্পিউটার নষ্ট হয়ে গেলে কী করে মানুষ? বাতিল মনে করে ফেলে দেয়। এই বাতিল কম্পিউটারকেরই জীবনধারণের উপায় হিসেবে বেছে নিয়েছে কেনিয়ার এক বালক। বাতিল কম্পিউটারের যন্ত্রপাতি থেকে গহনার নকশা তৈরি করে ও সেগুলো বিক্রি করে চালচুলাহীন ডেভিড নদেরিতু ভালো লাভও করছে।

ডেইলি নেশনকে ১৬ বছর বয়সী এই কিশোর জানায়, স্থানীয় শিশু সদনে থাকত নদেরিতু। এ সময় এক ব্যক্তি তাদের সদনটি পরিদর্শনে আসে। তার অনুপ্রেরণাতেই আজ এই অবস্থানে এসেছে বলে জানায় নদেরিতু।

নদেরিতু নষ্ট হয়ে যাওয়া ফোন আর কম্পিউটার মাদারবোর্ড ও সার্কিট বোর্ডকে বেছে নিয়েছে গহনা তৈরির উপকরণ হিসেবে।

এ সব উপকরণ বেছে নেওয়ার কারণ হিসেবে নদেরিতু জানায়, এ সব যন্ত্রপাতিগুলো মাটিতে মিশে বিষাক্তই হয়ে যাবে।

নদেরিতু দুই সপ্তাহে প্রায় ৬০টি গহনা তৈরি করতে পারে। স্থানীয়ভাবে এগুলো প্রায় তিনশ’ শিলিংয়ে বিক্রি করে নদেরিতু। দেশের বাইরে এগুলোর দাম প্রায় তিনগুণ। যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটি নদেরিতুর তৈরি গহনা কিনে নিয়ে স্পন্সর করবে বলে ডেইলি নেশন জানিয়েছে।

সোনার তৈরি গহনার ক্রমবর্ধমান মূল্যের যুগে নদেরিতুর গহনা জনপ্রিয়তা পায় কিনা- সেটিই এখন দেখার বিষয়। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

.

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর