thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টলার প্রথম ট্যাবলয়েড ‘দৈনিক প্রিয় চট্টগ্রাম’

২০১৬ জানুয়ারি ৩১ ১৭:৩২:৩৪
চট্টলার প্রথম ট্যাবলয়েড ‘দৈনিক প্রিয় চট্টগ্রাম’

চট্টগ্রাম অফিস : অসখ্য সংবাদপত্রের ভিড়ে বন্দর নগরী থেকে বের হচ্ছে আরও একটি নতুন পত্রিকা। দৈনিক ‘প্রিয় চট্টগ্রাম’ নামে নতুন এই পত্রিকাটিই হবে চট্টগ্রামের প্রথম ট্যাবলয়েড।

পয়লা ফেব্রুয়ারি বাজারে আসছে নতুন এই ট্যাবলয়েড। নতুন এই দৈনিক নিয়ে দারুণ আশাবাদী এর সাথে সংশ্লিষ্টরা।

‘প্রিয় চট্টগ্রাম’-এর উদ্বোধনী সংখ্যা ৮০ পৃষ্ঠার। এতে থাকছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সামাজিক সাংস্কৃতি, রাজনীতি ও জীবনধর্মী লেখা। নিয়মিত সংখ্যা হবে ১৬ পৃষ্ঠা। দাম রাখা হয়েছে ৫ টাকা।

চট্টগ্রামের বেশ কয়েকটি দৈনিকের ভিড়ে নতুন এ দৈনিকে কী থাকছে এ প্রশ্নের জবাবে প্রিয় চট্টগ্রামের সম্পাদক কবির হোসেন সিদ্দিকী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবরের ফেরিওয়ালারা ছুটছে খবরের ঝুড়ি নিয়ে। আমরা ছুটব খবরের পেছনের খবর দিতে। শুধু সত্য বলতে নয়, সত্য বলার অধিকার প্রতিষ্ঠা করতে। সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলার সৎ সাহস নিয়ে আমরা মাঠে নেমেছি।

তিনি বলেন, আমরা চট্টগ্রামের মানুষের সুখ-দুঃখের কথা বলতে কারো রক্তচক্ষুতে পিছপা হবো না।

তিনি আরও বলেন, বন্দর নগরী থেকে নিয়মিত ৭টি দৈনিক বের হচ্ছে। প্রিয় চট্টগ্রাম বের হচ্ছে ট্যাবলয়েড আকারে। সাধারণত পাঠক সকালে ঘুম থেকে উঠেই পত্রিকা হাতে পায়। ফলে অনেকটা বাসি সংবাদ পাঠকদের পড়তে হয়। তবে প্রিয় চট্টগ্রাম বলছে দিনের খবর দিনেই। ঘুমাতে যাওয়ার আগে রাত ১১টার মধ্যে দিনের খবর পাঠকের হাতে পৌঁছে যাবে। অর্থাৎ রাতেই প্রিয় চট্টগ্রাম পড়তে পারবেন পাঠকরা।

এদিকে দৈনিক প্রিয় চট্টগ্রামের প্রকাশনা উপলক্ষে নগরীতে চলছে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। শনিবার প্রিয় চট্টগ্রামের নিজস্ব কার্যালয় নগরীর ৩৫ কদম মোবারক বাইলেইন আন্দরকিল্লা, তারাবানু ভবনের তৃতীয় তলায় আয়োজন করা হয় কোরআন খতম। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সোমবার ১ ফেব্রুয়ারি নগরীর মোমিন রোড প্রিয়া কনভেনশন সেন্টারে বিকেল ৪টায় কেক কাটার অনুষ্ঠান, শুভেচ্ছা বিনিময় ও শুভেচ্ছা বক্তব্য। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার ডিসি হিল নজরুল স্কয়ারে উদ্বোধন, মতবিনিময়, শুভেচ্ছা বক্তব্য এবং সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের যোগ দিচ্ছেন ঢাকা- চট্টগ্রামের বেশ কয়েকজন সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

(দ্য রিপোর্ট/এএসটি/সা/জানুয়ারি ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর