thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে মিটারবিহীন সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ হচ্ছে

২০১৬ জানুয়ারি ৩১ ২৩:২৪:৫০
চট্টগ্রামে মিটারবিহীন সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ হচ্ছে

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে মিটারবিহীন সিএনজি অটোরিক্সা চলাচল সোমবার থেকে বন্ধ হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নগরীর হোটেল রেডিসন ব্লু বেভিউতে চিটাগাং চেম্বার অব কমার্স আয়োজিত “ইয়ুথ কনফারেন্স” রবিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গত নভেম্বর থেকে চট্টগ্রামে মিটারের উপর ভিত্তি করে ভাড়া নেয়ার কথা থাকলেও সিএনজি অটোরিক্সা মালিকদের আবেদনের প্রেক্ষিতে এতদিন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আগামীকাল সোমবার থেকে মিটারবিহীন কোনো সিএনজি অটোরিক্সা রাস্তায় চলতে পারবে না।’

অনুষ্ঠানে এক তরুণী নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াতের অসুবিধার বিষয়ে অবহিত করলে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ সমস্যা শুধুমাত্র চট্টগ্রামে নয়, ঢাকাতেও এই সমস্যা আছে। চট্টগ্রাম নগরীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসির দুইটি বাস মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।’

এ সময় বিআরটিসির বাসগুলোতে সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশও দেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর মে মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের উদ্বোধন করবেন। মহাসড়কে বন্ধ হয়ে যাওয়া তিন চাকাবিশিষ্ট ছোট যানগুলোর বিকল্প হিসেবে খুব শীঘ্রই ভারত থেকে একতলা ও দ্বিতলবিশিষ্ট বাস আনা হবে।

তিনি বলেন, ‘চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে মুঠোফোনে আমাকে ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরকে ধন্যবাদ জানিয়েছেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘তোমরা যদি বগিভিত্তিক দল করা বন্ধ করতে পার, তাহলে সরকার তোমাদের জন্য নতুন রেল দেওয়ার চিন্তা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চালকদের নিরাপত্তা দিতে পারলে নগরী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা ভাড়ায় বিআরটিসির বাস দেয়া হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, সাবেক মুখ্য সচিব আব্দুল করিমসহ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/জেএস/আরএ/এনআই/জানুয়ারি ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর