thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

২০১৬ ফেব্রুয়ারি ০১ ০৮:৪৯:৪২
চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মহানগরীর চকবাজার এলাকার ইয়াজদান মার্কেটের ‘আলেয়া ক্রোকারিজ এন্ড গিফট’ দোকানের সামনে রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চকোরিয়া উপজেলার ডুলাহাজরা বাগুলাবাজার এলাকার সুলতান আহমেদের ছেলে জসিম উদ্দীন (৩১) ও টেকনাফের ডেলপাড়া এলাকার মো. আলীর ছেলে মো. হোসেন (৪৮)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) (এএসপি) আমিরুল্লাহ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, চকবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ ব্যাপারে নগরীর চকবাজার থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আর/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর