thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

‘ব্যবসায়ীরা এখন রাজনীতিবিদ’

২০১৬ ফেব্রুয়ারি ০১ ২৩:৩৯:৪২
‘ব্যবসায়ীরা এখন রাজনীতিবিদ’

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সংবাদপত্র আর সংবাদপত্র নেই। কালো টাকার মালিকরা আজ সংবাদপত্রের মালিক বনে গেছেন। দেশে রাজনীতিবিদরা হয়ে গেছেন ব্যবসায়ী আর ব্যবসায়ীরা হয়ে পড়েছেন রাজনীতিবিদ। তাই দেশের কষ্টার্জিত গণতন্ত্রকে এগিয়ে নিতে সংবাদপত্রের ভূমিকা অপরিহার্য’।

তিনি সোমবার রাতে চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম ট্যাবলয়েট দৈনিক ‘প্রিয় চট্টগ্রাম’ এর প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন।

মোসলেম উদ্দিন বলেন, ‘সংবাদপত্রের কাছে সাধারণ মানুষের আর্তি সব সময়ই থেকে যায়। তাই খবরের মাধ্যমে সঠিক তথ্য মানুষকে জানাতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা মানে এই নয় যে, যা ইচ্ছে তাই লেখা।’

তিনি বলেন, ‘দৈনিক সাঙ্গু’র পাশাপাশি ‘প্রিয় চট্টগ্রাম’ও এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

এ প্রকাশনা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে প্রথম ট্যাবলয়েড দৈনিক ‘প্রিয় চট্টগ্রাম’ এর যাত্রা শুরু হলো। ৬ বছরে পা রাখলো দৈনিক সাঙ্গু। দুই পত্রিকার জন্ম সূচনার দিনে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পত্রিকার হকার, এজেন্ট নেতৃবৃন্দসহ নানা শ্রেণি ও পেশার মানুষের সমাবেশ ঘটে।

এর আগে সকালে বেলুন উড়িয়ে ‘প্রিয় চট্টগ্রাম’ এর উদ্বোধন ও সাঙ্গুর ৬ বছরে পদার্পণের অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। পরে একটি র‌্যালি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

(দ্য রিপোর্ট/এসবি/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর