thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে মিটারবিহীন অবৈধ অটোরিকশা আটক শুরু

২০১৬ ফেব্রুয়ারি ০২ ১৭:০৮:২৩
চট্টগ্রামে মিটারবিহীন অবৈধ অটোরিকশা আটক শুরু

চট্টগ্রাম অফিস : জেলায় মিটারবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা আটক শুরু করেছে পুলিশ।

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত দেড় শতাধিক অটোরিকশা আটক করা হয়েছে। পুলিশ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।

এর আগে সোমবার দিনভর মহানগরী থেকে দেড় হাজার মিটারবিহীন অটোরিকশার বিরুদ্ধে মামলা দিয়েছিল পুলিশ।

সিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি থেকে মহানগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করেছে নগর পুলিশ। এ জন্য ৩১ জানুয়ারির মধ্যে সব অটোরিকশায় মিটার সংযোজনও বাধ্যতামূলক করার জন্য আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ-উল-হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নিবন্ধহীন কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না। সকাল থেকে এ পর্যন্ত নগরজুড়ে দেড় শতাধিক অবৈধ অটোরিকশা আটক করা হয়েছে।’

এদিকে অভিযোগ উঠেছে, নিবন্ধন বন্ধ থাকায় নগরী ও জেলাতে হাজার হাজার অটোরিকশা ‘এএফআর’ লিখে নির্বিঘ্নে চলাচল করছে। এ জন্য পুলিশের সঙ্গে মাসিক চুক্তির অভিযোগও উঠেছে।

উল্লেখ্য, গত রোববার নগরীর একটি পাঁচ তারকা হোটেলে চিটাগং চেম্বার অব কর্মাসের অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন ১ ফেব্রুয়ারি থেকে নগরীতে মিটার ছাড়া কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না। এরপর থেকে অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর