thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মেঘ রাণীকে বিদ্রূপ মানে পুলিশকে বিদ্রূপ

২০১৬ ফেব্রুয়ারি ০৪ ১৭:৩১:০৯
মেঘ রাণীকে বিদ্রূপ মানে পুলিশকে বিদ্রূপ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেছেন সিএমপি পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।

বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফিতা কেটে হিজড়া মেঘরাণীর ‘রাণী স্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন।

হিজড়াদের পুনর্বাসনে সহায়তা করছে সিএমপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার জলিল মন্ডল বলেন, পুলিশ হিজড়া সম্প্রদায়ের পাশে আছেন। যেখানে সিএমপি ও সিটি করপোরেশন পাশে আছে সেখানে তাদের এগিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে।

হিজড়া সম্প্রদায়ের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তনের অনুরোধ করেন তিনি।

কমিশনার বলেন, ‘যেহেতু পুলিশের সহযোগিতায় রাণী স্টোরের সূচনা হয়েছে, তাই কেউ মেঘ রাণীকেবিদ্রূপ করলে তা সিএমপিকেবিদ্রূপ করা হবে।’

সিএমপি কমিশনার আরও বলেন, ‘মেঘ রাণীর মতো আরও অনেক রাণী রয়েছে। আমরা তাদেরকেও পুনর্বাসিত করতে চাই।’

এ সময় হিজড়া সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য।

(দ্য রিপোর্ট/এএসটি/এম/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর