thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত

২০১৬ ফেব্রুয়ারি ০৫ ১৬:৫৯:২১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে কন্টেইনার মুভারের ধাক্কায় ইমরান হাওলাদার (২৮) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

মহানগরীর ইপিজেড মোড়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরানের গ্রামের বাড়ি বরিশালের বাউফল থানায়। এ সময় শাহাবুদ্দিন (২৫) নামে অপর এক শ্রমিক আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে দুই পোশাকশ্রমিক ফ্যাক্টরি থেকে বের হয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সিইপিজেডের গেটে একটি কন্টেইনার মুভারের ধাক্কায় সাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মারা যান সাইকেলের পেছনে বসা ইমরান হাওলাদার। গুরুতর আহত হন তার সহকর্মী সাহাবুদ্দিন।

তারা দুজন ইপিজেড প্যাসিফিক জিন্স গ্রুপের ইউনিভার্সেল জিন্স কারখানার শ্রমিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক ইমরান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত শাহাবুদ্দিনকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পুলিশ কন্টেইনার মুভারটি জব্দ করেছে।

(দ্য রিপার্ট/একেএ/এমএআর/এম/ফেব্রুয়ারি ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর