thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘পুলিশের অন্যায় বরদাস্ত করা হবে না’

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ০৯:৫৪:০৮
‘পুলিশের অন্যায় বরদাস্ত করা হবে না’

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মণ্ডল হুঁসিয়ারি করে বলেছেন, ‘সিএমপিতে পুলিশের কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। আমি সকল পুলিশ সদস্যের ওপর নজর রাখছি। সতর্ক হয়ে যান, কেউ বাড়াবাড়ি করবেন না। অন্যায় পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অনেককে চাকরি থেকে বরখাস্তসহ নানা শাস্তি দেওয়া হয়েছে। এসব করতে আমার খারাপ লাগলেও আমি পিছপা হব না।’

নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে পুলিশের বিশেষ কল্যাণ সভায় শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, ‘আপনারা যদি মনে করেন চাকরি করি, বেতন পাই। এ ধরনের মানসিকতা নিয়ে পুলিশে কাজ করা যাবে না। সেবার মনোভাব নিয়েই সকলকে কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনারা প্রথমে একজন মানুষ, তারপর পুলিশ। সে কারণে আগে মানবিক হতে হবে, তারপর পুলিশ হিসেবে আচরণ করতে হবে।’

ঢাকার মিরপুরে পুলিশের দেওয়া আগুনে পুড়ে চা দোকানদার নিহতের কথা উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ‘একজন চা দোকানদারকে লাথি দিয়ে ফেলে দিলেন। তিনি চুলায় পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। হয়তো তাকে মারার ইচ্ছা পুলিশের ছিল না। কিন্তু পুলিশ কেনো তার গায়ে আঘাত করবে? পুলিশের কাজতো সেটি নয়। কয়েকজনের দায় কেনো গোটা বাহিনী নেবে? আমার সিএমপিতে এ ধরনের কোনো অন্যায় সহ্য করা হবে না।’

আব্দুল জলিল মণ্ডল বলেন, ‘পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে টেলিভিশন, পেপারে নানা নেতিবাচক খবর বের হচ্ছে। পুলিশের জন্মই সেবার জন্য, মানুষকে অত্যাচার করার জন্য নয়। আপনাদের সেবা দিয়েই সেটি প্রমাণ করতে হবে।’

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) কুসুম দেওয়ান, উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সিএমপির প্রায় ৮০০ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সমবেত ৮০০ পুলিশ সদস্যকে শপথ পাঠ করান তিনি।

(দ্য রিপোর্ট/আর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর