thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

হুইল চেয়ার আরোহীর গাড়ি চুরি!

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১০:০৬:১৮
হুইল চেয়ার আরোহীর গাড়ি চুরি!

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক পঙ্গু ব্যক্তি হুইল চেয়ারে এসে গাড়ির শোরুম থেকে একটি গাড়ি চুরি করে পালিয়েছেন।

ওই শোরুমের বিক্রয়কর্মী অ্যানসেলমো ‘চিকো’ ব্যারেতো জানান, শ্যামাল ব্যাট্টিস নামের ওই ব্যক্তি শোরুমে এসে তার হুইল চেয়ারের বদলে একটি দ্রুতগতির বাহন দেখতে চান। ব্যারেতো তাকে পনিট্যাক জি৬ মডেলের একটি গাড়ি দেখান। এমনকি ব্যারেতো তাকে গাড়িতে উঠে বসতেও সাহায্য করেন।

গাড়িতে বসার পর ব্যাট্টিস প্রথমে গাড়ির দরজা লক করেন। ইগনিশনে চাবি ঢুকিয়ে গাড়ি চালু করেন তিনি। পরে একটি ভাঁজ করা লাঠির সাহায্যে গ্যাস প্যাডেলে চাপ দিয়ে গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান ব্যাট্টিস।

এ ব্যাপারে ব্যারেতো জানান, একদম সিনেমার মতো করে পালিয়ে গেছেন তিনি।

অবশ্য পালিয়ে পার পাননি ব্যাট্টিস। এই চুরির খবর শোনার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যের পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে। পরে ব্র্যাডফোর্ডের একটি পেট্রোল স্টেশনে তেল নেওয়ার জন্য থামলে গ্রেফতার করা হয় তাকে।

তার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে গাড়ি চালানো ও চুরির অভিযোগ আনা হয়েছে। সূত্র : দি ইনডিপেনডেন্ট

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর