thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

পশ্চিমাদের সহযোগিতা চাইলেন ইউক্রেনের বিরোধী নেতা

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১০:১৭:০৫
পশ্চিমাদের সহযোগিতা চাইলেন ইউক্রেনের বিরোধী নেতা

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে পশ্চিমা দেশগুলোকে আরও বেশি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন দেশটির একজন সিনিয়র নেতা। আরসেনি ইয়াৎসেনিউক নামে ওই নেতা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন জেনারেল জর্জ মার্শাল ইউরোপের দেশগুলোকে অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করার জন্য মার্শাল প্ল্যান নামে যে পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিলেন ইউক্রেনেরও সে ধরনের সহায়তা দরকার।

জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এসে এ সব কথা বলেন আরসেনি ইয়াৎসেনিউক। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক সহায়তা চুক্তির কারণে গত বছরের নভেম্বর থেকে ইউক্রেনের চলমান সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

এরপর থেকেই বিক্ষোভকারীরা ক্রমান্বয়ে দেশটির রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরগুলোর বেশিরভাগ সরকারি প্রশাসনিক ভবন দখল করে নেয়। সেগুলোকে বিক্ষোভকারীরা এখনও তাদের আন্দোলনের ঘাঁটি হিসেবেই ব্যবহার করছে।

(দ্য রিপোর্ট/এমএটি/শাহ/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর