thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি মিছিল, ভাঙচুর

২০১৬ ফেব্রুয়ারি ০৬ ১৬:৪৪:৩৫
শিবির-ছাত্রলীগ পাল্টাপাল্টি মিছিল, ভাঙচুর

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সরকারি কলেজে শিবির ও ছাত্রলীগের পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে নগরীর চকবাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ছাত্রলীগকর্মীরা শিবির সন্দেহে কয়েকজনকে মারধর করে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

ছাত্রলীগ নেতারা দাবি করছেন, চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগের মিছিলটি চকবাজার যাওয়ার সময় গুলজাল টাউয়ার এলাকায় শিবির সন্ত্রাসীরা মিছিলে গুলি চালায়। তখন ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শিবিরকর্মীরা চট্টগ্রাম কলেজে মিছিল বের করে। শিবির মিছিল বের করায় ছাত্রলীগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিবিরের মিছিল শেষ হয়ে যাওয়ার পরপরই ছাত্রলীগ পাল্টা মিছিল বের করে ক্যাম্পাসে।

দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে চকবাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ পরপর দুটি গুলির শব্দ হলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছাত্রলীগের কর্মীরা আশপাশের কয়েকটি দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং শিবির সন্দেহে বিভিন্ন গলিতে ঢুকে কয়েকজনকে মারধর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দ্রুত চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের মিছিল যাওয়ার সময় গুলির শব্দে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে কেউ আটক নেই বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এসআর/এম/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর