thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১১:৪৩:০৮
কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন দুইজন রাজনীতিক। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দুর্নীতিবাজ রাজনীতিকদের তালিকা প্রকাশ করায় ওই দুইজন এ হুমকি দেন।

ওই দুই রাজনীতিবিদ হলেন, দিল্লির ইউনিয়ন মন্ত্রী জিকে ভাসান ও বিজেপির নেতা নিতিন গাদকারি। কেজরিওয়ালকে সতর্ক করে দিয়ে তারা বলেন, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রবিশঙ্কর নামে বিজেপির আরেক নেতা বলেন, কেজরিওয়ালের নিজের নামও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিৎ ছিল। তবে এসব হুমকি-ধমকিতে কেজরিওয়াল একটুও বিচলিত হননি বলেই মনে হয়।

কেজরিওয়ালের প্রকাশ করা ভারতের সর্বোচ্চ ২৪ জন দুর্নীতিবাজ রাজনীতিকের ওই তালিকায় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, জ্যেষ্ঠ মন্ত্রী কামাল নাথ, ফারুক আব্দুল্লাহ ও কপিল সিবালের মতো নেতাদের নামও রয়েছে।

এদিকে শুক্রবার আম আদমি পার্টি (এএপি) ঘোষণা করেছে, তারা লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩৫০টিতে প্রার্থী দাঁড় করাবে। কিন্তু একটি জনমত জরিপে দেখা গেছে, এএপি পার্লামেন্টের এক ডজনের বেশি আসনে জয়লাভ করতে পারবে না। তবে এএপি’র দুর্নীতিবিরোধী প্রচারণার প্রভাবে কংগ্রেস ও বিজেপি ইতোমধ্যেই নিজেদের নির্বাচনী এজেন্ডায় প্রশাসনে স্বচ্ছতা ও দুর্নীতিবিরোধী স্লোগান যোগ করতে বাধ্য হয়েছে।

দুর্নীতি দূর করা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা কায়েমের স্লোগান দিয়েই এএপি দিল্লির শহুরে মধ্যবিত্তের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এর ফলেই ২০১৩ সালের ডিসেম্বরে এএপি দিল্লির প্রাদেশিক নির্বাচনে বিশাল জয়লাভ করে। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। রাজধানীতে জয়লাভ করার পর এএপি দেশের অন্যান্য এলাকায়ও সংগঠন সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয়।

(দ্য রিপোর্ট/এমএটি/ এমডি/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর