thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

লতিফবিরোধী মানববন্ধনে মারামারি, আহত ৫

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ১৬:১৭:০৭
লতিফবিরোধী মানববন্ধনে মারামারি, আহত ৫

চট্টগ্রাম অফিস : সংসদ সদস্য এম এ লতিফের বিচার চেয়ে মানববন্ধনকালে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে মহানগরীর সদরঘাট এলাকায় কালীবাড়ির ডিলাইট হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে মানববন্ধনে নয়, মিছিল শেষে ডিলাইট হোটেলে খেতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রলীগকর্মী ছুরিকাঘাতসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ঋষি (২০) ও অভি (১৯) নামে দুজনকে আটক করেছে। দুজনই হাজী মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে সরকারদলীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফের বিচার চেয়ে মাদারবাড়ি জাগ্রত ছাত্র-যুব-জনতার ব্যানারে সকালে সদরঘাট এলাকায় মানববন্ধন করে ছাত্রলীগ ও যুবলীগকর্মীরা। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে ডিলাইট হোটেলের সামনে গেলে সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নগরীর সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী রাশেদ ছুরিকাঘাতে আহত হন। এ ছাড়া আরও ৪-৫ জন আহত হয়েছেন।

সদরঘাট থানার ডিউটি অফিসার এসআই মো. শাহজাহান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মানববন্ধনে কেউ হামলা করেনি। মানববন্ধন শেষে একটা মিছিল নিয়ে কিছু যুবক সদরঘাট কালীবাড়ির দিকে এসে ডিলাইট হোটেলে নাস্তা খেতে বসে নিজের মধ্যে বিরোধ লাগে। এতে দুই পক্ষের মধ্যে মারামারি ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এক পক্ষকে ফেলে অন্য পক্ষ পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া পক্ষের দুজনকে ধরে গণপিটুনি দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সংঘর্ষে একজন ছুরিকাঘাতে আহত হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের স্থানীয় এক নেতা বলেন, মানববন্ধনে অংশ নেওয়া সিটি কলেজ ছাত্রলীগের এক মেয়েকে টিজ করেছিল বহিরাগত কয়েকজন ছাত্র। নেতারা তাদের বারণ করলে তারা দেখে নেওয়ার হুমকি দিয়ে মানববন্ধন থেকে চলে যায়। পরে তারা সংগঠিত হয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/এএসটি/এম/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর