thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

জঙ্গলে পালাচ্ছেন মানবাধিকারকর্মীরা

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৩:১০:৫৩
জঙ্গলে পালাচ্ছেন মানবাধিকারকর্মীরা

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে নিরাপত্তাহীনতার কারণে দাতব্য সংগঠন এমএসএফের ২৪০ জন কর্মী জঙ্গলে পালাতে বাধ্য হয়েছেন।

এমএসএফ জানায়, সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলাকালে তাদের কর্মীরা ছাড়াও আরো হাজার হাজার মানুষ পালানোর চেষ্টা করছেন।

এমএসএফ মিশনের প্রধান রাফায়েল জর্জেও জানান, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও যতক্ষণ সম্ভব স্থানীয় কর্মীরা লীর শহরের হাসপাতালে সেবা দেওয়ার চেষ্টা করবে।

তবে গত তিন দিন ধরে পরিস্থিতি আরো অস্থির হওয়ায় আহতদের হাসপাতালে নয়, বরং জঙ্গলে নিয়ে চিকিৎসা দিতে হচ্ছে।

২৫ বছরের পুরোনো হাসপাতালটি এখন রোগী ও কর্মীশূন্য হয়ে পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গত বছরের ১৫ ডিসেম্বর নুয়ের সম্প্রদায়ের ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত বিদ্রোহীরা ক্ষমতা দখলের জন্য দিনকা সম্প্রদায়ের প্রেসিডেন্ট সালভা কিরের ওপর হামলা চালালে এ সংঘাত শুরু হয়। পরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সংঘাতে এক হাজারেরও বেশি মানুষ নিহত ও ৭০ হাজার মানুষ বাস্তুহারা হয়েছেন।

গত সপ্তাহে দুইপক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হলেও সেখানে সহিংসতা থামছে না। ফেব্রুয়ারির ৭ তারিখে দ্বিতীয় দফা শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর