thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্যাংকের ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ীর কারাদণ্ড

২০১৬ ফেব্রুয়ারি ০৮ ২০:২৩:৪২
ব্যাংকের ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ীর কারাদণ্ড

চট্টগ্রাম অফিস : ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ না করায় ঋণখেলাপি মামলায় চট্টগ্রামে এক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম কাজী ফরহাদ হোসেন। তিনি নগরীর আগ্রাবাদস্থ সোলার সিন্ডিকেট নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

দুদক আইনজীবী ও পিপি মাহমুদুল হক বলেন, কৃষি ব্যাংক থেকে সোয়া কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করায় কাজী ফরহাদ হোসেন নামে এ ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ঋণ নেওয়া পৌনে এক কোটি টাকা জরিমানা করেছেন।

জানা গেছে, কাজী ফরহাদ হোসেন ১৯৮৯ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে কয়েক দফায় তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে কৃষি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে মোট ৭৫ লাখ টাকা ঋণ নেন। কিন্তু সেই ঋণ পরিশোধ না করার অভিযোগে করা মামলা প্রমাণিত হওয়ায় তাকে দুটি আলাদা ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

ঋণ পরিশোধ না করায় ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিচালক রফিক উদ্দিন খান বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনি ২০১৪ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(দ্য রিপোর্ট/এএসটি/এম/ফেব্রুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর