thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি

এমপি লতিফের বিরুদ্ধে আরও দুইটি মামলা

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৩:৩৮:৫২
এমপি লতিফের বিরুদ্ধে আরও দুইটি মামলা

চট্টগ্রাম অফিস : নিজের দেহের ছবি সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথা লাগিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানোর অপরাধে সরকার দলীয় সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলা দু’টি দায়ের করা হয়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে তার বিরুদ্ধে মোট ৪টি মামলা দায়ের করা হলো। আদালত আগের দুই মামলা তদন্তের আদেশ দিলেও আজ দায়ের হওয়া মামলা দুটির ব্যাপারে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।

মামলা দুটির বাদী হলেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন।

বাদী পক্ষের আইনজীবী ও নগর আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অপরাধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন। পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।

অপর মামলাটি করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এ মামলার বাদী একেএম বেলায়েত হোসেন জানান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে এম এ লতিফ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন। তাই তার বিরুদ্ধে ১২৪/এ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছি। আদালত অভিযোগটি আমলে নিয়েছেন।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগে এম এ লতিফের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করেছিলেন সাইফুদ্দিন আহমেদ রবি এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম জিল্লুর।

আদালত ঐ দুটি মামলা আমলে নিয়ে উপ-কমিশনার পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা দিয়ে এবং অপরটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এএসটি/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর