thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

খুলনায় খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

২০১৩ নভেম্বর ০৩ ১৬:৩২:০৭
খুলনায় খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

খুলনা প্রতিনিধি : নগরীর ১০টি পয়েন্টে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে কমমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি। ৬৫ টাকা দরে জনপ্রতি এক কেজি করে এই পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি খুলনার আঞ্চলিক অফিসের সিনিয়র এক্সিকিউটিভ মো. বজলুর রশিদ জানান, রবিবার বেলা সাড়ে ১১টা থেকে প্রতিকেজি পেঁয়াজ ৫৫ টাকা দরে খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে, শান্তিধাম মোড়, ময়লাপোতা মোড়, বিভাগীয় কমিশনার ভবনের সামনে, নেভী গেট, খালিশপুর জুট মিল গেট, দৌলতপুর মোড় ও ফুলবাড়িগেট এলাকায় নিজস্ব ট্রাকে করে পেয়াঁজ বিক্রি করা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এখন কেজি প্রতি ১০ টাকা বাড়িয়ে ৬৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে। আপাতত মহানগরী এলাকায় এই পেঁয়াজ বিক্রি করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাজারে পেয়াঁজের দাম সীমাহীনভাবে বেড়ে যাওয়ায় দাম সহনশীল পর্যায়ে আনতে খোলাবাজারে কমমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয় টিসিবি। বর্তমানে বাজারে এক কেজি পেঁয়াজের দাম ৯৫ থেকে ১১০ টাকা।

(দিরিপোর্ট২৪/এসএইচ/এপি/এইচএসএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর