thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

লতিফবিরোধী মানববন্ধনে সংঘর্ষের ঘটনায় মামলা

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৫:০৯:৫৬
লতিফবিরোধী মানববন্ধনে সংঘর্ষের ঘটনায় মামলা

চট্টগ্রাম অফিস : বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে এম এ লতিফ এমপির বিচার চেয়ে মানববন্ধন শেষে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ছুরিকাহতের ঘটনায় চট্টগ্রামের সদরঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে নগর ছাত্রলীগকর্মী মো. ইমরান মামলাটি দায়ের করেন।

এতে ঘটনার সময় হামলার শিকার আটক ছাত্রলীগকর্মী ঋষিকেশ (২০) ও অভি পালের (১৯) নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

সিএমপির সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল দুপুরে সদরঘাট কালিবাড়ি এলাকায় মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। এতে দুজনকে আসামি করা হয়েছে। তারা গ্রেফতার আছে।

উল্লেখ্য, নিজ দলের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য এম এ লতিফের বিচার চেয়ে সোমবার দুপুরে জাগ্রত ছাত্র যুব জনতার ব্যানারে নগর ছাত্রলীগের একাংশ সদরঘাট এলাকায় মানববন্ধন পালন করে। মানববন্ধন চলাকালে একজন নারীকর্মীকে কটূক্তি করা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ঝগড়া হয়। পরে কর্মসূচি শেষ করে দুপুর ১টার দিকে নেতাকর্মীরা স্থানীয় ডিলাইট হোটেলে খেতে গেলে সেখানে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ছুরি মারামারির ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাশেদ নামে এক ছাত্রলীগকর্মী। এ ছাড়া আরও ৪ জন আহত হন মারামারিতে। এ সময় হামলার শিকার পক্ষ হামলাকারী ঋষিকেশ ও অভি পালকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

(দ্য রিপোর্ট/এপি/এম/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর