thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

ইতালির বন্যায় ইউরোপজুড়ে সতর্কতা

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৪:১২:৫৩
ইতালির বন্যায় ইউরোপজুড়ে সতর্কতা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারি বর্ষণের কারণে ইতালি আর ফ্রান্সে ব্যাপক বন্যা হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এই বন্যা ইউরোপজুড়েই ভোগান্তি সৃষ্টি করবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

ইতালির পিসা শহরের আরনো নদীতীরে ভাঙন শুরু হলে শুক্রবার প্রায় একশ জনকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ধারণা করা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিই ফ্রান্সের আটলান্টিক উপকূলজুড়ে বন্যা সৃষ্টির কারণ।

এদিকে তুষারপাতের কারণে সার্বিয়া অঞ্চলে আটকা পড়েছে অনেকে। স্থানীয় কর্মকর্তারা জরুরি অবস্থা জারি করেছে। আর গাড়িতে আটকে পড়া ভ্রমণকারীদের সাহায্যের জন্য পাঠানো হয়েছে একটি উদ্ধারকারী দল। পূর্ব ইউরোপজুড়ে বইছে তুষার ঝড়।

ইতালির গণমাধ্যমে বলা হয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে পিসা প্রদেশের ভলটেরা শহরের মধ্যযুগে নির্মিত প্রায় ৩০ মিটার উঁচু একটা দেয়াল ধসে পড়েছে।

তীব্র বন্যার পূর্বাভাসে ফ্রান্সের পশ্চিমাঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। জানুয়ারির শুরুর দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা হলে অন্তত দু’জন মারা যায়।

ইউরোপ আরও তীব্র ঝড়ের কবলে পড়তে যাচ্ছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। (সূত্র: বিবিসি)

দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/ফেব্রুয়ারি ০১, ২০১৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর