thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে পরোয়ানা

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৭:২২:২৫
চট্টগ্রামে জামায়াতের সাবেক এমপির বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহনুর এ আদেশ দেন।

মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজাহান চৌধুরী ২০১৩ সালের ২৫ মার্চ জামায়াতের হরতাল চলাকালীন নগরীর চান্দগাঁও এক কিলোমিটার এলাকায় টমটম চালক মো. মুসা হত্যা মামলার প্রধান আসামি।

মুসা হত্যার ঘটনায় চান্দগাঁও থানার এএসআই মেহেদী হাসান বাদী হয়ে বিস্ফোরক আইনের ৩/৬, দণ্ডবিধির ৪৩৫ ধারা ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় মামলা করেন।

মামলায় মহানগর জামায়াতের নায়েবে আমির মো. শাহজাহান চৌধুরীকে প্রধান আসামি করে আরও ১৫ জনের নাম উল্লেখ করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, টমটম চালক মুসাকে শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল জামায়াতের পিকেটাররা।

পরবর্তীতে ২০১৫ সালের ২৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই সজল কান্তি দে শাহজাহান চৌধুরীসহ মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করেন। মঙ্গলবার অভিযোগ গঠনের জন্য মামলাটি মহানগর দায়রা জজ শাহনুরের আদালতে উপস্থাপন করা হয়।

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ২০টি মামলা রয়েছে বলে জানা গেছে। নাশকতার মামলায় ২০১২ সালের ১৩ অক্টোবর শাহজাহান চৌধুরীকে ঢাকার গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছিল। পরে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর নগরের মুরাদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু শাহজাহান হাইকোর্ট থেকে জামিন পেয়ে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর