thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

এমপি লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৯:৩৬:৩২
এমপি লতিফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে আওয়ামী লীগের এমপি এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত পৃথক দুটি অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলার বাদীপক্ষের আইনজীবী রনি কুমার দে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রদ্রোহ মামলাটির ব্যাপারে কোতোয়ালি থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের এবং আইসিটি অ্যাক্ট-এ দায়ের হওয়া মামলাটি পাঁচলাইশ থানার ওসিকে তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলম মঙ্গলবার বিকেলে এ নির্দেশ দেন।

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগটি করেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন। একই আদালতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এর ৫৭ ধারায় অন্য অভিযোগটি করেন সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি। দুটি অভিযোগই আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

তবে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন ও পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানিয়েছেন, আদালতের এ ধরনের কোনো আদেশ বা নির্দেশের কপি সন্ধ্যা নাগাদ তারা পাননি।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এম/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর