thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

 

চট্টগ্রামে আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

২০১৬ ফেব্রুয়ারি ১০ ১৪:১৪:৫০
চট্টগ্রামে আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত তিনটি প্যানেল অংশগ্রহণ করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং অন্যটি আওয়ামী লীগ ও বাম সমর্থিত সমমনা আইনজীবী সংসদ।

এবার সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৫০ জন। সমিতির ১৯টি পদের বিপরীতে তিনটি প্যানেলে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে। ৭০ জন নির্বাচন কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। সব ঠিকটাক রয়েছে, কোনো সমস্যা নেই।’

(দ্য রিপোর্ট/আর/এএসটি/এইচ/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর