thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে আধাকিলোমিটার সড়ক বিধ্বস্ত

২০১৬ ফেব্রুয়ারি ১০ ২২:২৭:১৭
চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে আধাকিলোমিটার সড়ক বিধ্বস্ত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় মাটির নিচে গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণের ফলে প্রায় আধা কিলোমিটার সড়ক দেবে গেছে। এতে ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মাটির নিচে গ্যাসের সঞ্চালন লাইনে প্রচণ্ড বিস্ফোরণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণে সড়ক দেবে যাওয়ার পাশাপাশি উড়ে গেছে ড্রেনের স্ল্যাব, বেঁকে গেছে কালভার্ট। ঘটনার পরপরই জননিরাপত্তার স্বার্থে ওই সড়কটিতে যানবাহন চলাচল, জনমানুষের হাঁটাচলা বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সদস্য, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনে বিস্ফোরণের ফলে সাগরিকার মোড় থেকে হাক্কানী মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে রাস্তা দেবে গেছে এবং বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ড্রেনের স্ল্যাব উড়ে গেছে। একটি কালভার্টও বেঁকে গেছে। আপাতত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কের নিচ দিয়ে যাওয়া ভূগর্ভস্থ গ্যাসের সঞ্চালন লাইন ফল্ট করে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধান ও লাইন মেরামতে আমাদের লোক কাজ করছে।

ইতোমধ্যে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরীক্ষা করে দেখছেন। কি কারণে এরকম বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/এএসটি/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর