thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে মাইজভাণ্ডারের রওজা শরীফে হামলা, ভাঙচুর

২০১৬ ফেব্রুয়ারি ১০ ২২:৩৬:২৫
চট্টগ্রামে মাইজভাণ্ডারের রওজা শরীফে হামলা, ভাঙচুর

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরীফের কর্তৃত্ব নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে মাওলানা সৈয়দ মাঈনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৭৯তম খোশরোজ (ওরশ) শেষে এ ঘটনা ঘটে। এ সময় রওজা শরীফ ভাঙচুর করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছে। হামলার সময় রওজা শরীফের মূল্যবান গিলাফ ছিঁড়ে ফেলা হয়। এছাড়া ভাঙচুর করা হয় রওজা শরীফের গ্রিল ও কাঁচ।

হামলার ঘটনা স্বীকার করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসলাম। বিস্তারিত কিছু এখনো জানি না। ঝামেলার মধ্যে আছি। পরে কথা বলবো।

এদিকে দরবার শরীফে আগত ভক্তরা জানান, বুধবার ওরশের শেষ দিনে রাত ৮টার দিকে মাঈনুদ্দিন আল হাসানীর ত্যাজ্যপুত্র শহীদ উদ্দিনের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায়। মাজারের কর্তৃত্ব দখলে নিতে এ হামলা করা হয়েছে। তবে ওরশে আসা ভক্তরা তাদের ধাওয়া করলে শহীদের লোকজন পালিয়ে যায়।

সৈয়দ হোসেন নামে একজন ভক্ত জানান, প্রতিবছরই খোশরোজ ওরশের সময় শহীদ মাজারে এসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। তাই আমরা আগে থেকে আঁচ করতে পেরে তাদের প্রতিরোধে প্রস্তুত ছিলাম। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৭-৮ জন আহত হয়। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।

আনজুমানে রহমানিয়া মঈনীয়ার কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শাহ মুহাম্মদ ইব্রাহিম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত আটটার দিকে রওজা শরীফে গিয়ে তিনি দেখেন সেখানে ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে এলাকায় ও ভক্তদের মধ্যে উত্তেজনা চলছে।

(দ্য রিপোর্ট/এপি/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর