thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

১ মাসেও গ্রেফতার হয়নি ধর্ষকরা, আতঙ্কে প্রতিবন্ধী কিশোরীর পরিবার

২০১৬ ফেব্রুয়ারি ১১ ০০:৫৯:৫১
১ মাসেও গ্রেফতার হয়নি ধর্ষকরা, আতঙ্কে প্রতিবন্ধী কিশোরীর পরিবার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলার ১ মাসেও অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযোগ উঠেছে, প্রভাবশালী এক কাউন্সিলরের ছত্রছায়ায় থাকা দুর্বৃত্তরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে গণধর্ষণের শিকার কিশোরীর পরিবারকে।

কিশোরীর পরিবারের পক্ষ থেকে আয়োজিত বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেন তার অভিভাবকরা। সংবাদ সম্মেলনে তারা জানান, লোকলজ্জার ভয়ে ধর্ষণের ঘটনাটি তারা প্রকাশ না করলেও পরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়ে যায়।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী কিশোরীর মা বলেন, ‘আমি অসুস্থ স্বামী এবং প্রতিবন্ধী মেয়েকে বাসায় রেখে প্রতিদিন ঘরের বাইরে চলে যাই কাজের সন্ধানে। ২০১৫ সালের ২১ জুন আমার অনুপস্থিতিতে জোর করে ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে প্রতিবেশী পিয়াল দে, ইমন দে, জনি দে, সুজন দে, সজীব দে ও নয়ন দে।

পরে চলতি বছরের ৪ জানুয়ারি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন । তবে মামলা হওয়ার ১ মাস ৪ দিন পার হয়ে গেলেও এখনো কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন কিশোরীর মা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় পৌর কাউন্সিলর রূপক সেন মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে।

কিশোরীর মা বলেন, ‘কাউন্সিলর রূপক সেন আমাকে ভয়-ভীতি দেখাচ্ছে যেন আমি মামলা প্রত্যাহার করে নিই। পটিয়া কলেজে পড়ুয়া আমার আরেক মেয়ের মোবাইল নম্বর ও নাম ঠিকানা চেয়েছে কাউন্সিলর রূপক। এমন কি টাকা দিয়ে মামলা তুলে নিতে প্রস্তাবও দিয়েছে। তাতে রাজি না হলে সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে সে।’

সংবাদ সম্মেলনে কিশোরীর মা তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও ধর্ষণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক নাদিরা সুলতানা, এলায়েন্স অব আরবান ডিপিওস চিটাগং- এর সংগঠক জাহানারা হেনা ও ‘উৎস’ এর সংগঠক আবুল হাশেম খান।

(দ্য রিপোর্ট/জেএস/এইউএ/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর