thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

২০১৬ ফেব্রুয়ারি ১১ ১৫:০৬:৩৪
চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর কালুরঘাট বিসিক শিল্প ও ইপিজেড এলাকায় বৃহস্পতিবার সকালে ভবন থেকে পড়ে ও বিষপান করে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্পনগরীতে অবস্থিত ওয়েল ফুড গ্রুপের একটি কারাখানায় রঙের কাজ করার সময় একতলা ভবনের উপর থেকে পড়ে রংমিস্ত্রি রিগাবুল (৩০) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, দুপুরের দিকে রিগাবুল নামে এক শ্রমিককে গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকায়।

এএসআই পঙ্কজ বড়ুয়া আরও জানান, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালামের মালিকানাধীন ওয়েল ফুড গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার ভোরে মহানগরীর ইপিজেড থানার কলসি দীঘির পাড় এলাকায় জনৈক রফিক আহমদের ভাড়া ঘরে বিষপান করে আত্মহত্যা করেন আব্দুর রহিম (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক। রহিম নগরীর ইপিজেডে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আমরা জেনেছি, পারিবারিক কলহের জেরে আব্দুর রহিম স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করেন।

আশপাশের লোকজন জানান, কিছুদিন ধরে আব্দুর রহিমের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। বুধবার রাতে স্ত্রীর অগোচরে বিষপান করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রহিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আবুল কালাম।

(দ্য রিপোর্ট/এমএআর/এইচ/ফেব্রুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর