thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বিরোধী দলের বিরুদ্ধে জনগণের আন্দোলন সফল : নৌমন্ত্রী

২০১৬ ফেব্রুয়ারি ১১ ১৮:৫৪:২২
বিরোধী দলের বিরুদ্ধে জনগণের আন্দোলন সফল : নৌমন্ত্রী

চট্টগ্রাম অফিস : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বিরোধী দলের বিরুদ্ধে জনগণ আন্দোলন করে সফল হয়েছে। শেখ হাসিনার নির্দেশে ৫২টি শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। লক্ষাধিক মানুষের শ্রমিক সমাবেশ করে সেদিন খালেদা জিয়ার জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম।’

তিনি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিজয় হলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জাতীয় শ্রমিক লীগ (সিবিএ)-এর চট্টগ্রাম মহানগর, পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় শ্রমিক লীগের মহানগরের সভাপতি আবু জাফর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শাজাহান খান আর বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য মজুরি দেওয়ার নির্দেশ ও ট্রেড ইউনিয়ন করার সুযোগ করে দেওয়ায় শিল্প-কারখানাগুলোতে ভাঙচুর-নৈরাজ্য বন্ধ হয়ে গেছে, পিডিবি গতিশীল হয়েছে। গত আন্দোলনে বিএনপি-জামায়াত গাড়ি পুড়িয়ে যাত্রী, চালক, হেলপারসহ অসংখ্য মানুষ মেরেছে। ৯২ জন চালক-হেলপার, ১৭ পুলিশ, ৩ জন বিজিবি জওয়ান, ২ জন ব্যাংক কর্মচারী, ২ জন মুক্তিযোদ্ধা, গার্মেন্টশ্রমিক, হকার সবক্ষেত্রে পেট্রোলবোমা দিয়ে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

তিনি বলেন, ‘বর্তমানে সেবা খাতগুলোর মধ্যে বিদ্যুৎ বিভাগেই সবচেয়ে সফল। বর্তমান সরকারের নানামুখী প্রচেষ্টার কারণে বিদ্যুৎ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যুৎ সেক্টর আজ একটি ভালো অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবির প্রতি আমার সমর্থন থাকবে।’

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সকল কর্মকর্তা শ্রমিক-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া, বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম জোনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রবীর সেন, বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, নন টেকনিক্যাল কর্মকর্তা রবিউল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বিদ্যুৎ শ্রমিক লীগ মহানগর কমিটির উপদেষ্টা আবদুস ছালাম মজুমদার, শেখ মোহাম্মদ আশরাফ আলী, এস এম জামাল, কক্সবাজার কমিটির আহ্বায়ক আজহারুল হক, সদস্য সচিব প্রকাশ রঞ্জন দাশ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মহানগর কমিটির সহ-সভাপতি নেছার আহমদ ভুইঁয়া, সহ-সভাপতি মোহাম্মদ আমিন, সহ-সভাপতি আবদুছ সত্তার খান, যুগ্ম সম্পাদক কায়েম খান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন, যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক অজয় শঙ্কর দত্ত।

(দ্য রিপোর্ট/এসবি/সা/ফেব্রুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর