thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

২০১৬ ফেব্রুয়ারি ১২ ১৯:০০:৩৮
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে শিশু ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় বায়েজিদ বোস্তামী থানার টি-বোর্ড এলাকা থেকে মোহাম্মদনগর ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীতে (৮) পড়ুয়া এক শিশুকে প্রলোভন দেখিয়ে সিএনজি করে সিআরবি এলাকায় নিয়ে যায় বেলাল হোসেন। একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করার সময় তার চিৎকারে এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনার চার দিন আগে ৮ ফেব্রুয়ারি বায়েজিদ আরেফিন নগর এলাকা থেকে ৯ বছরের এক শিশুকে তুলে নিয়ে দামপাড়া শিল্পকলা এলাকায় ধর্ষণ করে।

ওসি মহসিন বলেন, ‘শিশুদের ধর্ষণ করা তার অভ্যাসে পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের শিশুদের ধর্ষণ করে বেড়াত বেলাল। এ অভিযোগ পাওয়ার পর আমরা তার বিরুদ্ধে অভিযান শুরু করি। আজ দুপুরে সিআরবি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।’

ধর্ষক বেলালের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার ডাবলুগঞ্জ গ্রামের। তার বাবার নাম দেলোয়ার হোসেন। নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় ভাড়া থাকে সে।

(দ্য রিপোর্ট/জেএস/এসবি/এম/ফেব্রুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর