thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ভালোবাসা দিবসের আয়োজন

২০১৬ ফেব্রুয়ারি ১৩ ১৭:৪৬:১০
চট্টগ্রামে ভালোবাসা দিবসের আয়োজন

চট্টগ্রাম প্রতিনিধি : বন্দরনগরী চট্টগ্রামের পার্ক, রেস্তোরাঁ, পাঁচ তারকা ও তিন তারকা হোটেল ও বিনোদন কেন্দ্রগুলোতে মহাধুমধামের সাথে রবিবার বিশ্ব ভালোবাসা দিবসের নানা আয়োজন করা হয়েছে।

বিনোদন কেন্দ্র ফয়’স লেক রিসোর্ট, বোট ক্লাব, চারুকলা কলেজ, ওয়েল পার্কসহ অভিজাত আবাসিক হোটেলগুলোতে এই দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।

ভালোবাসার ছবি নিয়ে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রে চলবে দিনব্যাপী প্রদর্শনী। নগরীর চেরাগী পাহাড়, মোমিন রোড, লালদীঘির পাড়, বিভিন্ন ফুলের দোকান, নিউমার্কেট, আন্দরকিল্লা, সেন্ট্রাল প্লাজা সানমার সিটিসহ অভিজাত সব বইয়ের দোকানে প্রিয়জনকে উপহার দিতে তরুণ-তরুণীদের ফুল ও বই, গিফট বক্স, কার্ডসহ নানা উপহার কিনতে দেখা যাচ্ছে।

১৪ ফেব্রুয়ারির সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত, ডিসি হিল, ওয়ার সেমিটারি, সিআরবি ৭ রাস্তার মোড়, জিয়া স্মৃতি জাদুঘর, জিয়া কমপ্লেক্স, শিশুপার্ক, চিড়িয়াখানা, ফয়’স লেক, সি ওয়ার্ল্ড, বাটালি হিল, শাহ আমানত সেতু, আগ্রাবাদের জাতি তাত্ত্বিক জাদুঘর, রেলওয়ে জাদুঘর, টোল রোড, নেভাল একাডেমিতে তরুণ-তরুণীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই দিনটি।

ভালোবাসা দিবস উপলক্ষে পতেঙ্গার বোট ক্লাব জেটি থেকে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজে চড়ে কর্ণফুলীর মোহনায় সূর্যাস্ত এবং নগরীর রাতের সৌন্দর্য উপভোগের পরিকল্পনাও নিয়েছে অনেকে।

চট্টগ্রাম চারুকলা শিক্ষার্থী ফাহিম চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভালোবাসা ও ফুল যেন একই সূত্রে গাঁথা। পবিত্র এ ভালোবাসা প্রকাশ করতে ফুলের চেয়ে ভালো উপহার আর কি হতে পারে! তাই প্রিয় মানুষটিকে ফুল আর চকলেট উপহার দেব।

চেরাগীর মোড়ে কায়সার নামের এক ফুল দোকানি দ্য রিপোর্টকে বলেন, বছরের অন্যান্য দিনের চেয়ে এবার সবচেয়ে ফুলের বেশি অর্ডার পেয়েছি। আগামীকাল ভালোবাসা দিবসের দিন বিক্রি আরও বাড়বে বলে আশা করি।

ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু, আগ্রাবাদ হোটেল, হোটেল দি পেনিনসুলা, সেন্টমার্টিন হোটেল। ভালোবাসার জুটিদের জন্য সেদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিলাসবহুল সেবার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও নানা ধরনের ভ্যালেন্টাইন থিমের মেন্যু থাকবে এই আয়োজনে, যা মুগ্ধ করবে ভালোবাসার তরুণ-তরুণীদের।

ভালোবাসা প্রতিটি মানুষের জীবনে জাদুর মতো কাজ করে। ম্যাজিক শব্দটি ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই ভালোবাসার দিবসকে ম্যাজিকাল এক অনুভূতি দিতে হোটেল দি পেনিনসুলায় আয়োজন করছে ম্যাজিকাল ভ্যালেন্টাইন্স ডে নাইট।

জনপ্রিয় গায়িকা আনিকা ও আরিফের মনমাতানো লাইভ মিউজিকে আবার জেগে উঠবে প্রথম দেখার অনুভূতি। ঝির ঝিরে বাতাসে খোলা আকাশের নিচে অসংখ্য তারার মাঝে থাকবে বুফে ক্যান্ডেল লাইট ডিনার। একের পর এক অভাবিত র‍্যাফেল ড্র প্রিয়জনকে করবে আরও মুগ্ধ। সব শেষে থাকবে স্বর্গের ঝরে পড়া রোমান্টিকতার ভুবনে গড়া আফটার পার্টি ডিজে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এএসটি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর