thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘দাবি না মানলে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ’

২০১৬ ফেব্রুয়ারি ১৪ ২৩:৫৩:৪৮
‘দাবি না মানলে সারা দেশে ট্রেন যোগাযোগ বন্ধ’

চট্টগ্রাম অফিস : সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন রেলওয়ে স্টেশন মাস্টারদের সংগঠন রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন। স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে নিয়োগ প্রদান ও সহকারী স্টেশন মাস্টার নিয়োগে বেতন বৈষম্যমূলক বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে তারা এ হুমকি দিয়েছেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে রবিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা রেলের উন্নয়নের বিভিন্ন দাবি উত্থাপন করে বলেন, ‘আমাদের এসব দাবি না মানলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে রেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান।

তিনি বলেন, ‘প্রশাসনের অত্যাচার নির্যাতনে পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৩৪০টি স্টেশনের মধ্যে বর্তমানে ১৪০টি বন্ধ রয়েছে। বাকিগুলো বন্ধ করে ট্রেন চলাচল বন্ধ করা কোনো ব্যাপারই না। মন্ত্রীকে বলেছি, রেলের ডিজি, সচিবকে বলেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজও। তারা যদি মনে করে মন্ত্রণালয়ে বসে রেল চালানো যায়, তাহলে তারা চালাক।’

তিনি সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ প্রক্রিয়া আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে স্থগিত করে সম বেতন কাঠামোতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএন ভট্টাচার্য, কার্যকরী সভাপতি মো.হোসেন মজুমদার, চট্টগ্রাম বিভাগের সভাপতি শওকত আলী চৌধুরীসহ সংগঠনের অন্য নেতারা।

(দ্য রিপোর্ট/জেএস/এসএস/এনআই/ফেব্রুয়ারি ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর