thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ছিনতাইয়ের জেরে চমেক শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ১৪:৫০:২৪
ছিনতাইয়ের জেরে চমেক শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তুচ্ছ ঘটনার জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩ শিক্ষার্থী।

মঙ্গলবার ভোর রাতে পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের এ সংঘর্ষ হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। সংঘর্ষের ঘটনায় চমেকের ৩ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।

তবে আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এএসটি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর