thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই

২০১৬ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৪:৩৭
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে অন্তত ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার বিকেলে পৌর সদরের আমিরাবাদ গ্রামের হাসান গোমস্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম কর্মকর্তা হুমায়ুন কবির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আমিরাবাদ গ্রামে পৌরসভাস্থ সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ি সংলগ্ন মুলকেতুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড স্টেশন থেকে দুই ইউনিটের ৪টি গাড়ি গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক হারুনের ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পরে। ২-৩ ঘণ্টার আগুনে বিভিন্ন মালিকের অন্তত ২০টি টিনের ছাউনি ঘরসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। আগুনে অন্তত ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এদিকে আগুনে বাড়ির প্রতিটি ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলেও অলৌকিকভাবে একটি কোরআন শরীফ পোড়েনি। কোরআন শরীফের চতুর দিকে কিছু সাদা অংশ পুড়লেও লেখাগুলো অক্ষত থেকে গেছে।

(দ্য রিপোর্ট/এআরই/এপি/এনঅাই/ফেব্রুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর