thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ঋণগ্রহীতার জামাতাকে অপহরণ, গ্রেফতার পাঁচ

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১৮:১৬:২০
ঋণগ্রহীতার জামাতাকে অপহরণ, গ্রেফতার পাঁচ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে এক ঋণগ্রহীতার জামাতাকে জিম্মি করে ঋণ আদায়ের চেষ্টার অভিযোগে বেসরকারি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট লিমিটেডের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন— মোছলেম উদ্দিন (৫৪), মো. হেলাল উদ্দিন (৩৫), নূরুল আবছার (২২), মো. রাসেল (২২) এবং মোহাম্মদ বাচ্চু (৩০)। জামাতার নাম আব্দুল মজিদ (২৫)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মাইজপাড়া এলাকার বাসিন্দা গুলবাহার ঋণের টাকা পুরোপুরি পরিশোধে ব্যর্থ হলে সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট লিমিটেডের পাঁচ কর্মী বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার জামাতা আব্দুল মজিদকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণ করে পালানোর পথে নগরীর অক্সিজেন চৌধুরী ভিলার সামনে পুলিশ চেকপোস্টে এসে মজিদ চিৎকার দেয়। এ সময় পুলিশ অটোরিকশার গতিরোধ করে পাঁচজনকে আটক করে এবং আব্দুল মজিদকে উদ্ধার করে।

ওসি মহসিন জানিয়েছেন, এ ঘটনায় আব্দুল মজিদ বাদী হয়ে অপহরণের অভিযোগে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছেন।

আবদুল মজিদ জানান, তার শাশুড়ি গুলবাহার ২০১২ সালে নগরীর বাকলিয়ায় সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট লিমিটেড থেকে দুই দফায় ১৯ হাজার ৫০০ টাকা ঋণ নিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর