thereport24.com
ঢাকা, রবিবার, ৩ আগস্ট 25, ১৮ শ্রাবণ ১৪৩২,  ৮ সফর 1447

মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এমপি লতিফের জিডি

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১৯:৩১:৪৪
মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এমপি লতিফের জিডি

চট্টগ্রাম অফিস : প্রকাশ্য জনসভায় প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে এবার নিজ দলের প্রভাবশালী নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় সাধারণ ডায়রি (জিডি) পাঠিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ।

বৃহস্পতিবার দুপুরে ই-মেইলে নগরীর ১৬ থানায় ডায়রির কপি পাঠিয়েছেন এম এ লতিফ। সাধারণ ডায়েরির আবেদনে এম এ লতিফের স্বাক্ষর রয়েছে।

১৬ থানায় জিডি পাওয়ার কথা স্বীকার করেছেন সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডল। তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এমপি সাহেবের জিডির কপি পেয়েছি। আমরা যাচাই-বাছাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

সাধারণ ডায়েরির আবেদনে এম এ লতিফ লিখেছেন, ১৫ ফেব্রুয়ারি নগরীর লালদীঘি ময়দানে নাগরিক মঞ্চ আয়োজিত এক সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাকে অবাঞ্ছিত ঘোষণা করে চলাফেরায় সতর্ক করেন।

‘মহিউদ্দিন এ-ও বলেছেন, যুব সমাজ কিংবা ব্যক্তি বিশেষ আমাকে আক্রমণ করতে পারে। এতে আমার মৃত্যুও হতে পারে। আমার মৃত্যুর জন্য তাকে অর্থাৎ মহিউদ্দিন চৌধুরীকে আসামি করার জন্যও তিনি ঘোষণা দেন।

মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের প্রকাশ্য হুমকির কারণে লতিফ জীবননাশের আশঙ্কা করছেন বলে আবেদনে উল্লেখ করেছেন।

এদিকে লতিফ ইস্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগে বিভক্তি প্রকাশ্যে রূপ নিয়েছে। বুধবার লতিফের পক্ষে অবস্থান নিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন চট্টগ্রামের সাত সংসদ সদস্য।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার প্রতিবাদে গত ১৫ ফেব্রুয়ারি নগরীর লালদীঘি মাঠে জনসভায় লতিফকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন মহিউদ্দিন চৌধুরী। এ ছাড়া একই জনসভায় লতিফকে হত্যার হুকুমের আসামি হতেও রাজি বলে উল্লেখ করেছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী।

(দ্য রিপোর্ট/এসবি/এম/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর