thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

টঙ্গীতে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১১:০৩:০৫
টঙ্গীতে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গী থানার মরকুন এলাকায় সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোস্তফা (৬০) ও তার মেয়ে কলেজছাত্রী মুক্তা (২২)।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরকুন পশ্চিমপাড়া এলাকার মো. মোস্তফার বাড়ির সেপটিক ট্যাঙ্কের উপরে নির্মিত শোয়ার ঘরেরাতে বাবা ও মেয়ে ঘুমিয়েছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাঙ্কটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মোস্তফার ঘরের টিনের চাল উড়ে যায়। এতে বাবা মোস্তফা ও মেয়ে মুক্তা ঘটনাস্থলেই নিহত হন।

জানা গেছে, নিহত মুক্তা টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, এটি দুর্ঘটনা হওয়ায় মৃতদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর