thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘কলেজে রাজনীতি করবে না ছাত্রলীগ’

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১৯:২৯:৫৩
‘কলেজে রাজনীতি করবে না ছাত্রলীগ’

চট্টগ্রাম অফিস : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে ছাত্রলীগকে বেশি ভূমিকা রাখতে হবে। ছাত্রলীগই পারে কলেজের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে স্থিতিশীল পরিবেশ এনে দিতে। ছাত্র নেতৃত্ব কলেজ প্রশাসনকে সহযোগিতা করা। তাই কলেজে নয় বাইরে রাজনীতি করবে ছাত্রলীগ। তাহলেই শিক্ষার প্রসার ঘটবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই ডিগ্রী কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছি যেসব কলেজে এইচএসসিতে শতকরা মাত্র ৫০ ভাগ শিক্ষার্থী পাস করে, সেসব প্রতিষ্ঠানের যেন এমপিও বাতিল করা হয়। আর যে সকল প্রতিষ্ঠান এমপিও নেই, কিন্তু ৯০ ভাগ শিক্ষার্থী পাস করে সে সব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিভুক্ত করার জন্য।’

মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. মো. জামসেদ আলমের সভাপতিত্বে ও অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী।

(দ্য রিপোর্ট/এসবি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর